হত্যা মামলায় স্বামী-স্ত্রী ও তিন ছেলেসহ ছয়জনের যাবজ্জীবন

0

জয়পুরহাটে হত্যা মামলায় স্বামী-স্ত্রী ও তিন ছেলেসহ ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে অতিরিক্তি জেলা ও দায়রা জজ নুরুল ইসলাম আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

প্রসঙ্গত, ২০০৭ সালের ১১ এপ্রিল সদর উপজেলার দেবরাইল গ্রামের আব্দুর রশিদ পরিবারের লোকজন নিয়ে তাদের সাংসারিক বিষয়ে আলাপ আলোচনা করছিলেন। এ সময় আসামিরা একজোট হয়ে বাদীর পরিবারকে কোদাল, লোহার রড, শাবল ও লাঠি দিয়ে মারধর করে।  

হামলায় রশিদ গুরুতর আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।  

এ ঘটনায় ১৭ এপ্রিল নিহতের ছেলে মিজানুর রহমান বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত বৃহস্পতিবার এ রায় দেন।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here