হত্যা মামলায় জামাই-শাশুড়ির যাবজ্জীবন

0

ফেনীর সোনাগাজীতে একটি হত্যা মামলায় জামাই ও শাশুড়ির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার ফেনীর অতিরিক্ত দায়রা জজ সৈয়দ মো. কায়সার মোশাররফ ইউসুফের আদালতে এ রায় দেন। 

দন্ডপ্রাপ্তরা হলেন-সোনাগাজী উপজেলার চরডুব্বা গ্রামের মমতাজ উদ্দিনের স্ত্রী সফুরা খাতুন (৬০) ও ভোলার চরফ্যাশনের চর আবজাল গ্রামের মো. সেলিম খান (৫০)। দণ্ডপ্রাপ্ত দুইজনই সম্পর্কে জামাই ও শাশুড়ি। রায় ঘোষণাকালে জামাই সেলিম খান আদালতে উপস্থিত ছিলেন। 

আদালত সূত্রে জানা যায়, আলোচিত এ মামলাটি তদন্ত শেষে সিআইডির পুলিশ পরিদর্শক নুরুল ইসলাম ও সোনাগাজী মডেল থানার এসআই শ্রীবাস চন্দ্র দাস ২০১৪ সালে আদালতে অভিযোগপত্র জমা দেন। আদালত এ মামলায় ২৯ জনের সাক্ষ্যগ্রহন শেষে রায় ঘোষণা করেন। 

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী দিজেন্দ্র কুমার কংশ বনিক বলেন, আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমানিত হওয়ায় শাশুড়ি সফুরাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই মামলায় অপর আসামি সেলিম খানকে যাবজ্জীবন কারাদণ্ড ৫০ হাজার টাকা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রমে কারাদণ্ড ঘোষণা করেন। রায় ঘোষণাকালে আসামি সেলিম কাস্টোডিতে উপস্থিত ছিলেন। সফুরা বেগম পলাতক ছিলেন। সাজাপ্রাপ্ত দুইজন সম্পর্কে জামাই ও শাশুড়ি হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here