হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

0

এক হাজার টাকা নিয়ে বিরোধের জের ধরে কুমিল্লা চৌদ্দগ্রামে ট্রাকচালক ইদ্রিস মৃধাকে (৩৫) গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধে হত্যার দায়ে হেলপার দেলোয়ার হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত। বৃহস্পতিবার কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করা এপিপি অ্যাডভোকেট রেবেকা সুলতানা।

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন- বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর নগরকান্দা গ্রামের ইউনুস খলিফার ছেলে মোঃ দেলোয়ার হোসেন ওরফে বাদশা(২৮)। ট্রাকচালক ইদ্রিস মৃধা বরিশাল বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামের বাসিন্দা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here