হত্যা মামলায় অভিনেতা সিদ্দিক গ্রেফতার

0
হত্যা মামলায় অভিনেতা সিদ্দিক গ্রেফতার

জুলাই-আগস্টে স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থানে গুলশানে ফার্নিচার দোকানের কর্মচারী পারভেজ ব্যাপারী হত্যা মামলায় অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

বুধবার শুনানি শেষে এ আবেদন মঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন জাকির হোসাইন। 

এর আগে, ১২  আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক সামিউল ইসলাম তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। 

মামলার এজাহার থেকে জানা গেছে, জুলাই আন্দোলনের সময় ১৯ জুলাই গুলশান থানাধীন সুবাস্তু টাওয়ারের সামনে বন্ধুদের সঙ্গে আন্দোলনে অংশ নেন ফার্নিচার দোকানের কর্মচারী পারভেজ ব্যাপারী। জুমার নামাজের পর আসামিদের ছোঁড়া গুলিতে আহত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত ২ জুলাই পারভেজের বাবা মো. সবুজ গুলশান থানায় মামলা দায়ের করেন। 

এর আগে, ২৯ এপ্রিল বিকেলে বেইলি রোড দিয়ে যাওয়ার সময় কিছু যুবক সিদ্দিককে আটক করেন। এ সময় তাকে মারধর করে রমনা মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরে গুলশান থানায় হস্তান্তর করে রমনা মডেল থানা পুলিশ। পরদিন তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ৭ মে রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here