হত্যামামলার আসামি গ্রেফতার

0
হত্যামামলার আসামি গ্রেফতার

খুলনায় ৮টি হত্যামামলাসহ মোট ১২ মামলার আসামি ও চিহ্নিত সন্ত্রাসী পলাশ তালুকদার ওরফে চিংড়ি পলাশকে গ্রেফতার করেছে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের একটি টিম।

রবিবার রাত ৯টার দিকে যশোর শহরের নাজির শংকরপুর জিরো পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক বলেন, সন্ত্রাসী পলাশ তার লোকজনকে নিয়ে সন্ধ্যার পর শংকরপুর জিরো পয়েন্ট এলাকায় অবস্থান করছিল। গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে।

র‌্যাব জানায়, পলাশ খুলনা ও পার্শ্ববর্তী জেলাগুলোর চিংড়ি ঘের থেকে নিয়মিত চাঁদা আদায় করতেন। চাঁদা না দিলে তিনি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতেন। এ কারণে এলাকায় তিনি ‘চিংড়ি পলাশ’ নামে পরিচিত।  এ ছাড়া হত্যার পাশাপাশি মাদক, মারামারি, চাঁদাবাজি ও বিস্ফোরক আইনে আরও চারটি মামলা রয়েছে তার বিরুদ্ধে।

২০২৪ সালের ২৯ ডিসেম্বর পলাশ স্ত্রীসহ যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিলেন। প্রায় চার মাস আগে জামিনে ছাড়া পেয়ে তিনি আবার চাঁদাবাজি শুরু করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here