হতে পারে এটাই আমার শেষ নির্বাচন: কাদের সিদ্দিকী

0

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, ‘অনেক বয়স হয়েছে আমার, জানি না আর কতদিন বাঁচবো। হয়তো বয়সের কারণে কিংবা শারীরিক কারণে আর নির্বাচনে না-ও আসতে পারি। শরীর ভালো থাকলে, আল্লাহ কবুল করলে আবারও নির্বাচন হতে পারে। আমি বলছি না এটাই আমার শেষ নির্বাচন কিন্তু আমার ধারণা হতে পারে এটাই আমার শেষ নির্বাচন।’ 

রবিবার বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের ডাবাইল বাজারে গামছা মার্কার পথসভায় তিনি এসব কথা বলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here