হঠাৎ হাসান মাহমুদ দলে কেন?

0

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শনিবার (২৩ সেপ্টেম্বর) নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচের আগে হুট করেই স্কোয়াডে পরিবর্তন এনেছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট।

পেস ডিপার্টমেন্টে মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও সৈয়দ খালেদ আহমেদের সঙ্গে শক্তি বাড়াতে যুক্ত করা হয়েছে হাসান মাহমুদকে।

হুট করেই কেন দলে হাসান মাহমুদ? জানা গেছে, কিউইদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে হালকা চোটে পড়েন পেসার তানজিম হাসান সাকিব। আর সে কারণেই বিকল্প হিসেবে হাসান মাহমুদকে দলে ডাকা হয়েছে। 

বিসিবি সূত্র যদিও গণমাধ্যমকে জানিয়েছে, তানজিম সাকিবের চোট খুব একটা গুরুতর নয় তাকে পর্যবেক্ষণের পর সিদ্ধান্ত নেওয়া হবে। 

এর আগে সাকিব আল হাসান, মুশফিকুর রহিমসহ বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে বিশ্রামে রেখে কিউইদের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য দল ঘোষণা করেছিল বিসিবি। সেই তালিকায় ছিলেন তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও হাসান মাহমুদও।

কিন্তু দ্বিতীয় ওয়ানডের দলে ফেরানো হয়েছে হাসান মাহমুদকে। এই সিরিজ দিয়েই বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে বোর্ড।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here