হঠাৎ সফরে ইউক্রেনে ট্রুডো

0

ইউক্রেনের প্রতি সমর্থন জানাতে কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই অকস্মাৎ কিয়েভ সফরে গেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি রাশিয়ার বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখা ইউক্রেনীয় সেনাদের সাথে সাক্ষাৎ করেছেন। 

শনিবার বিকেলের দিকে ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে দেখা করেছেন ট্রুডো। 

কানাডায় সামরিক প্রশিক্ষণ নেওয়া একদল ইউক্রেনীয় সেনা এই সফরে ট্রুডোর সাথে ছিলেন। তারা কানাডায় এলিট শুটিং, সমর প্রকৌশল বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন। 

কানাডা ইউক্রেনের ৩৬ হাজারের বেশি সেনাকে সামরিক প্রশিক্ষণ দিয়েছে। এছাড়াও রুশ আগ্রাসনের পাল্টা পদক্ষে হিসেবে দিয়েছে অনেকগুলো নিষেধাজ্ঞা।

সূত্র: এএফপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here