হঠাৎ দেখা গেল নব্বই দশকের সেই রিয়াকে

0
হঠাৎ দেখা গেল নব্বই দশকের সেই রিয়াকে

নব্বইয়ের দশকের বিজ্ঞাপন ও ফ্যাশন দুনিয়ার পরিচিত মুখ নৃত্যশিল্পী ফারজানা রিয়া চৌধুরীর দেখা মিলেছে অনেকদিন পর।

ঢাকার এক রেস্তোরাঁয় এক সময়ের সতীর্থদের সঙ্গে আড্ডায় মেতেছিলেন তিনি। সেখানকার কিছু ছবি ফেইসবুকে পোস্ট করেছেন ফ্যাশন হাউস বিশ্বরঙ স্বত্বাধিকারী বিপ্লব সাহার।

যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করা রিয়ার ঢাকায় আসা ঘিরেই এই পুনর্মিলনী আড্ডার আয়োজন করা হয়। বিপ্লব সাহার ভাষ্য, বিনোদন অঙ্গন থেকে এখন দূরে থাকতে চান রিয়া। ঘুঙুর-তাল-লয়-ছন্দের জীবন অথবা মডেলিং বা নাটকে আর কখনোই পাওয়া যাবে না তাকে। সংসার ও পরিবারকেই এখন জীবনের অগ্রাধিকার মনে করেন রিয়া।

গত ২৫ ডিসেম্বর স্বামী-সন্তান নিয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে আসেন রিয়া। শুক্রবার (৯ জানুয়ারি) তাকে ফিরতে হবে যুক্তরাষ্ট্রে।  রিয়াকে নতুন কোনো কাজের প্রস্তাব দিয়েছেন কী না প্রশ্নে বিপ্লব সাহা বলেন, রিয়া বিনোদন অঙ্গন থেকে দূরে থাকতে চায়, একদমই চায় না তাকে কেউ দেখুক। সে দেশে এসে কাউকে জানাতেও চায় না। কোথাও তার নাম আসুক সেটাও সে চায় না।

ওই আড্ডায় আরো ছিলেন অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ, রূপবিশেষজ্ঞ কানিজ আলমাস খান ও নৃত্যশিল্পী তান্না খান। নব্বই দশকে একটি জনপ্রিয় বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে আলোচনায় আসেন ফারজানা রিয়া চৌধুরী। 

‘কী মিষ্টি মিষ্টি অপলক দৃষ্টি’ এই জিঙ্গেলের সেই বিজ্ঞাপনে পল্লবের সঙ্গে তার যুগলবন্দি কাজ দর্শকদের মনে আলাদা জায়গা করে নেয়। এরপর ধীরে ধীরে অভিনয়েও যুক্ত হন তিনি। তবে বিয়ের পর অভিনয় ও মডেলিং থেকে নিজেকে গুটিয়ে নেন রিয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here