হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন শিক্ষার্থী ভর্তি চলন্ত স্কুলবাসের চালক, অতঃপর… (ভিডিও)

0

ঘটনাটি মার্কিন যুক্তরাষ্ট্রের। গত বুধবার দেশটির মিশিগান অঙ্গরাজ্যে একটি স্কুলবাসে বাড়ি ফিরছিল শিক্ষার্থীরা। বাস চালাতে চালাতে হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন চালক।

বিষয়টি লক্ষ করেছিল বাসের সামনের দিকের আসনে বসে থাকা সপ্তম শ্রেণির শিক্ষার্থী ডিলন রিভস। বাস যখন রাস্তা থেকে বেরিয়ে যাচ্ছিল, ঠিক সেই সময়ই স্টিয়ারিং ধরে রিভস। তারপর বাসের ইঞ্জিন বন্ধ করে দেয় সে। এতে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় বাসটি।

রিভসই জরুরি সেবা নম্বর ৯১১-তে ফোন করে বিষয়টি জানায়। এরপরই চালককে এসে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। বাসের ভিতরে ৬৬ জন শিক্ষার্থী ছিল। সকলেই আতঙ্কিত হয়ে পড়েছিল বলে স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানান। কিন্তু রিভস ঠান্ডা মাথায় বিষয়টি সামলেছিল।

পুলিশ কর্মকর্তা রবার্ট লিভারনয়েস বলেন, “সপ্তম শ্রেণির শিক্ষার্থী দ্রুত স্টিয়ারিং ধরার সিদ্ধান্ত না নিলে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত।”

রিভসের এই সাহসিকতার জন্য গোটা স্কুল তার প্রশংসায় পঞ্চমুখ। পুলিশও রিভসের সাহসিকতার প্রশংসা করেছে।

লিভরনয়েস আরও বলেন, “বাস চালানোর সময় হঠাৎ অসুস্থ বোধ করেন চালক। তিনি তৎক্ষণাৎ বিষয়টি পরিবহণ সংস্থাকে জানান। কিন্তু তারপরই জ্ঞান হারিয়ে ফেলেছিলেন চালক।” সূত্র: সিএনএন, ডেইলি মিরর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here