হঠাৎ গুরুতর অসুস্থ নেতানিয়াহু

0

হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন গাজায় গণহত্যার অভিযুক্ত ইসরায়েলের যুদ্ধবাজ নেতা বেনিয়ামিন নেতানিয়াহু। মূত্রনালির সংক্রমণে ভুগছেন তিনি। এ কারণে রবিবার (২৯ ডিসেম্বর) অস্ত্রোপচারের মাধ্যমে তার প্রোস্টেট অপসারণ করার কথা। টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) জেরুজালেমের হাদাসাহ হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষায় জানা গেছে, তার প্রোস্টেট বড় হয়ে গেছে। যেটির প্রভাবে মূত্রনালীর সংক্রমণে ভুগছেন তিনি। ৭৫ বছর বয়সি নেতানিয়াহুর গত মার্চেও অস্ত্রোপচার হয়। সেবার তার হার্নিয়ায় অপারেশন করা হয়। ওই সময় বেশ কয়েকদিন সরকারি দায়িত্ব পালন থেকে দূরে ছিলেন তিনি।

গত বছর তার হৃদপিণ্ডে ব্লক ধরা পড়ে। তখন অস্ত্রোপচারের মাধ্যমে তার শরীরে পেসমেকার বসানো হয়। এর আগে পানিশূন্যতার কারণে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়। ওই সময়ই তার হৃদপিণ্ডে ব্লক ধরা পড়ে। তখন তার স্বাস্থ্য নিয়ে জল্পনা শুরু হয়।
 
এরপর গত জানুয়ারিতে একটি মেডিকেল রিপোর্টে বলা হয়, নেতানিয়াহু সম্পূর্ণ সুস্থ আছেন। তার পেসমেকার সঠিকভাবে কাজ করছে এবং তার হৃদপিণ্ডে আর কোনো সমস্যা দেখা যাচ্ছে না।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলাকে কেন্দ্র করে গাজায় বিরামহীন হামলা শুরুর নির্দেশ দেন দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু। সেই হামলা এখনও চলছে। এতে এখন পর্যন্ত প্রায় ৬০ হাজার নিরপরাধ সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here