ইতালি ফুটবল দলের হেড কোচ হিসেবে পাঁচ বছরের বেশি সময় ধরে দায়িত্ব পালন করছিলেন রবার্তো মানচিনি। এই দলের সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত থাকার কথা ছিল তার। মানচিনির অধীনে বেশ ভালো খেলছিল দলটি। তবে হঠাৎ করে কোচিং দায়িত্ব থেকে পদত্যাগ করে বসলেন তিনি। মানচিনির পদত্যাগের বিষয়ে নিশ্চিত করেছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন।
এ প্রসঙ্গে এক বিবৃতিতে তারা জানায়, ‘মানচিনি তার পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং তা গ্রহণ করা হয়েছে। সামনে ২০২৪ ইউরো বাছাই পর্বের খেলা রয়েছে। ইউক্রেন এবং নর্থ মেসোডেনিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে দ্রুতই নতুন কোচের নাম ঘোষণা করা হবে।’