নাম তার আব্দুল্লাহ মুহাম্মদ বাহির, পেশায় পাইলট। মিসর এয়ারলাইন্সে কর্মরত আছেন তিনি। মায়ের দীর্ঘদিনের ইচ্ছা একবার হলেও তার ছেলের চালানো বিমানে করে আকাশ ভ্রমণ করবেন। মায়ের সেই ইচ্ছা পূরণ করলেন ছেলে। তবে সেটি জানিয়ে নয়, মায়ের সাধ তিনি পূরণ করেছেন ‘সারপ্রাইজ’ দিয়ে।
তার মা যখন হজে যাওয়ার পরিকল্পনা করেন তখনই বাহির সিদ্ধান্ত নেন নিজে বিমান চালিয়ে মাকে হজে নিয়ে যাবেন। তবে পুরো বিষয়টিই গোপন রাখেন তিনি।
মাকে ছেলের সারপ্রাইজ দেওয়ার ভিডিও ইতোমধ্যেই ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে। সূত্র: খালিজ টাইমস