হজের কোটা পূরণে নিবন্ধনের ‘বিশেষ একদিন’ আজ

0

বাংলাদেশের জন্য বরাদ্দকৃত ১ লাখ ২৭ হাজার ১৯৭ জনের হজ কোটা এখনো পূরণ হয়নি। এখনো চার হাজারের বেশি হজযাত্রীর কোটা ফাঁকা রয়েছে। এই কোটা পূরণ করতে ধর্ম মন্ত্রণালয় এবার ‘একদিন বিশেষ সুযোগ’ দিচ্ছে। সেজন্য মঙ্গলবার (২৫ এপ্রিল) হজের নিবন্ধনের সার্ভার খুলে দেওয়া হবে। চলতি বছর এটিই শেষ সুযোগ বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

গত ৮ ফেব্রুয়ারি প্রথম হজ নিবন্ধন শুরু হয়। বাংলাদেশের জন্য বরাদ্দকৃত ১ লাখ ২৭ হাজার ১৯৭ জনের হজ কোটা এখনো পূরণ হয়নি। অথচ কোটা পূরণে আট বার সময় বাড়ানো হয়েছে। কিন্তু এখনো চার হাজারের বেশি হজযাত্রীর কোটা ফাঁকা রয়েছে।

বাংলাদেশ থেকে কতজন হজ করতে যাবেন, সেটা আগামী ৯ মে’র মধ্যে সৌদি সরকারকে জানাতে হবে। এজন্য নিবন্ধনের শেষ সুযোগটুকু দেওয়া হয়েছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
 
এর আগে গত ৮ ফেব্রুয়ারি শুরু হয় হজ নিবন্ধন। আট দফা সময় বাড়িয়েও কোটা পূরণ না হওয়ায় গত ১১ এপ্রিল উন্মুক্ত নিবন্ধন বন্ধ করা হয়। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here