ময়মনসিংহ যেন হয়ে উঠেছে মিছিলের নগরী। সকাল থেকেই মিছিলে আর স্লোগানে উত্তাল নগরীরর সড়কগুলো। ময়মনসিংহের ১৩ উপজেলাসহ নেত্রকোনা, জামালপুর ও শেরপুরের দলীয় নেতারা বিশাল বিশাল মিছিল নিয়ে সকাল থেকেই নগরীতে প্রবেশ করে। সবার উদ্দেশ্য জনসভাস্থল সার্কিট হাউজের মাঠ।
আওয়ামী লীগ নেতা-কর্মীরা মিছিল থেকে বঙ্গবন্ধু আর শেখ হাসিনার স্লোগান দিচ্ছেন। মিছিলে নেতা-কর্মীদের হাতে দেখা মেলে বর্তমান সরকারের নানা উন্নয়ন প্রকল্পের ছবি সম্বলিত প্ল্যাকার্ড, ব্যানার আর দলীয় প্রতীক নৌকার ছবি। সকাল থেকেই ময়মনসিংহ নগরের বিভিন্ন সড়কে এমন দৃশ্য দেখা যাচ্ছে।
নির্বাচনের আগ মূহূর্তে আওয়ামী লীগ সভাপতি দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন বলে মনে করেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে উম্মুখ হয়ে আছে ময়মনসিংহ বিভাগের মানুষ। আজকে স্মরণকালের সবচাইতে বেশি মানুষ সমবেত হতে যাচ্ছে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে।
শরীফ আহমেদ আরও বলেন, এবারও দলীয় সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী ময়মনসিংহের উন্নয়নের জন্য দু’হাত ভরে দিয়ে যাবেন। সার্কিট হাউস মাঠে স্থানীয় আওয়ামী লীগের জনসভায় যোগদানের পাশাপাশি এখানে থেকেই এক যোগে ১০৩টি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরমধ্যে প্রায় ৫৭০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ সমাপ্ত ৭৩টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং প্রায় ২ হাজার ৭৬২ কোটি টাকা ব্যয়ে ৩০টি উন্নয়ন প্রকল্পের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন আমাদের নেত্রী।
আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে দুপুর ২টায়। তবে, স্থানীয় নেতারা সমাবেশে বক্তব্য দিতে শুরু করেছেন বেলা সাড়ে ১২টা থেকেই। প্রথমে জাতীয় সংগীতের মাধ্যমে মঞ্চ থেকে শুরু হওয়ার সমাবেশে স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দিচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঞ্চে ওঠার আগ পর্যন্ত উপস্থিত নেতা-কর্মীদের উজ্জীবিত রাখতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান স্থানীয় আওয়ামী লীগের শীর্ষ নেতারা। বেলা ৩ টায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ভাষণ দেবার কথা রয়েছে।
ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ জানান, এই জনসভায় ১০ লাখের বেশি মানুষের সমাবেশ ঘটানোর লক্ষ্য রয়েছে। গত এক মাস ধরেই প্রধানমন্ত্রীর আগমণ উপলক্ষে চলেছে বিশাল কর্মযজ্ঞ। পুরো শহর সাজানো হয়েছে তোরণে, ব্যানারে ও পোস্টারে।