স্যালাইনের কৃত্রিম সঙ্কট, কুমিল্লায় ৫ ফার্মেসিকে জরিমানা

0

কুমিল্লায় কৃত্রিম স্যালাইন সঙ্কট তৈরি করায় ৫ ফার্মেসিকে জরিমানা করা হয়েছে। স্যালাইন লুকিয়ে রাখা ও বেশি দামে বিক্রির অভিযোগে বৃহস্পতিবার এ জরিমানা করেন ভোক্তা অধিকার কুমিল্লার সহকারী পরিচালক আছাদুল ইসলাম। অভিযানে জব্দ করা কিছু সেলাইন ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে বিতরণ করা হয়। 

সূত্রমতে, প্রতিদিনই কুমিল্লায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। বাড়ছে স্যালাইন সংকট। ওষুধ ব্যবসায়ীরা বলছে, স্যালাইন কোম্পানিগুলো তাদের পর্যাপ্ত স্যালাইন সরবরাহ করছে না। ডেঙ্গু রোগীর স্বজনরা দোকানে ওষুধ কিনতে গিয়ে পড়ছেন ভোগান্তিতে। স্যালাইন সংগ্রহের জন্য ঘুরছেন বিভিন্ন দোকানে। অসাধু ব্যবসায়ীরা বেশি দাম পেলে স্যালাইন তুলে দিচ্ছেন রোগীর স্বজনদের হাতে। এ জাতীয় অভিযোগের প্রেক্ষিতে ভোক্তা অধিকার অভিযান পরিচালনা করে নগরীর ফার্মেসিগুলোতে। 

জেলা সিভিল সার্জন ডা. নাছিমা আক্তার জানান, জেলা ও উপজেলা হাসপাতাল গুলোতে স্যালাইন সংকট নেই। তবে বাইরে কৃত্রিম স্যালাইন সংকট তৈরি করা হয়েছে বলে শুনেছি। জেলায় এখন পর্যন্ত ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ৩ হাজার ৭শ ৫৪ জন। হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৮শ ৫৪জন। ডেঙ্গুতে কুমিল্লায় এখন পর্যন্ত একজন মারা গেছেন। 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here