স্যামসনের বদলে চেন্নাইয়ের দুই ক্রিকেটার চাচ্ছে রাজস্থান

0
স্যামসনের বদলে চেন্নাইয়ের দুই ক্রিকেটার চাচ্ছে রাজস্থান

রাজস্থান রয়্যালস উইকেটকিপার-ব্যাটার সাঞ্জু স্যামসন ফ্র্যাঞ্চাইজিটি ছাড়তে ইচ্ছুক, তা ইতিমধ্যেই জানা গেছে। সাঞ্জুকে দলে নিতে আগ্রহী চেন্নাই সুপার কিংস, তবে রাজস্থান সাঞ্জুর বদলে চেন্নাইয়ের দুই ক্রিকেটারের দাবি করেছে।

সূত্রের খবর, রাজস্থান চায় রবীন্দ্র জাদেজা ও স্যাম কারেনকে চেন্নাই থেকে পেতে। চেন্নাই রাজি জাদেজাকে ছাড়তে, তবে তার নিজস্ব সম্মতি থাকা আবশ্যক।

তবে রাজস্থানের নতুন দাবিতে শ্রীলঙ্কার পেসার মাথিশা পাথিরানাকে চাওয়ার কথাও বলা হয়েছে। চেন্নাই এ ব্যাপারে রাজি নয় এবং শুধু জাদেজা ও কারেন ছাড়তেই প্রস্তুত। ধোনি এবং কোচ স্টিফেন ফ্লেমিং এ নিয়ে আলোচনা করছেন এবং বিকল্প সমাধান খুঁজছেন।

জাদেজা আইপিএলে দীর্ঘ সময় চেন্নাইয়ের হয়ে খেলেছেন, তবে তার শুরু রাজস্থানে। অন্যদিকে সাঞ্জু স্যামসন রাজস্থানের হয়ে ১১ বছর খেলেছেন এবং অধিনায়কত্বও করেছেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here