বলিউডের প্লেব্যাক গায়ক ও সংগীত পরিচালক পলাশ মুচ্ছাল এবং ভারতের নারী ক্রিকেটার স্মৃতি মান্ধানা পাঁচ বছরের প্রেমের পর রবিবার সাঙ্গলির সামডোলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা ছিল।
কিন্তু বিয়ের দিন দুপুরে হঠাৎই হৃদ্রোগে আক্রান্ত হন স্মৃতির বাবা শ্রীনীবাস মান্ধানা। এরপরই বিয়ে স্থগিত করার সিদ্ধান্ত নেন যুগল।
বাবার অসুস্থতার খবর পেয়ে পলাশ নিজেও মানসিক চাপে অসুস্থ হয়ে পড়েন। তাকে চার ঘণ্টা হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হয়।
এদিকে, তারই মাঝে সোশ্যাল মিডিয়ায় ‘মেরি ডিকস্টা’ নামের এক নারীর সঙ্গে পলাশের কথোপকথনের স্ক্রিনশট ভাইরাল হয়। অভিযোগ ওঠে, একাধিক নারীর সঙ্গে সম্পর্কে জড়ানোর কারণে বিয়ে ভেঙে দিয়েছেন স্মৃতি।
তবে এসব অভিযোগ উড়িয়ে দিয়েছেন পলাশের মা অমিতা মুচ্ছাল। তিনি বলেন, ‘স্মৃতির বাবার সঙ্গে পলাশের সম্পর্ক খুবই গভীর। বাবার অসুস্থতার খবর শুনে পলাশই সিদ্ধান্ত নেয় যে, তিনি সুস্থ না হওয়া পর্যন্ত বিয়ে করা হবে না। পলাশ অনেক কেঁদেছে। চাপের মধ্যেই অসুস্থ হয়ে হাসপাতালে নিতে হয়।’
তিনি আরও জানান, গুঞ্জন পুরোপুরি ভিত্তিহীন। হঠাৎ স্বাস্থ্যগত জটিলতার কারণেই বিয়ে স্থগিত করা হয়েছে।
বর্তমানে পলাশকে মুম্বাইয়ে আনা হয়েছে এবং তিনি বিশ্রামে আছেন। তার বোন পলকও সাঙ্গলি থেকে ফিরছেন। অন্যদিকে স্মৃতির বাবা শ্রীনীবাস মঙ্গলবার সকালে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।
তবে বিয়ের নতুন তারিখ এখনো জানায়নি মান্ধানা পরিবার।

