অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম এমপি বলেছেন, আওয়ামী লীগ দেশের মানুষকে ভালোবেসে রাজনীতি করে। ক্ষমতার লোভে নয়। আপনারাও দেশ বিদেশে না ঘুরে জনগণকে ভালোবেসে রাজনীতি করুন। জনগণকে ভালোবাসার কারণেই শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনা কাজ করছে।
শনিবার বাঞ্ছারামপুর উপজেলার মানিকপুর ইউনিয়নে বাহেরচর গ্রামের দুইটি ব্রিজের ভিত্তি প্রস্তর স্থাপন কালে তিনি এসব কথা বলেন।
এ সময় আরও উপস্থিতি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মহি উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ সহসভাপতি প্রিন্সিপাল আবুল খায়ের দুলাল, বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. আবুল মনসুর, উপজেলা সহকারী কমিশনার ভূমি কাজী আতিকুর রহমান, জেলা আওয়ামী লীগ সাবেক সদস্য ও ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন চেয়ারম্যান আমিনুল ইসলাম তুষার, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক কাজী জাদিদ আল রহমান জনি, উপজেলা ছাত্রলীগ সভাপতি এমএস রানা, সাধারণ সম্পাদক আ. রাজ্জাক প্রমুখ।