জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাবিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল এবং তিনি এই ডিজিটাল বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে কল্যাণকামী, উন্নত-সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশে পরিণত করতে নিরলস কাজ করে চলেছেন।
স্পিকার বলেন, স্মার্ট সিটিজেন হিসেবে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে লায়ন্স ক্লাবের সদস্যদের ভূমিকা রাখতে হবে।
এ সময় তিনি ‘২৮তম বার্ষিক ডিসট্রিক্ট কনভেনশন-২০২৩’ এর শুভ উদ্বোধন এবং কনভেনশন উপলক্ষে প্রকাশিত স্যুভেনিরের মোড়ক উন্মোচন করেন।
এ সময় ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, এসডিজির সফল বাস্তবায়নে সকলের জন্য সুযোগের সমতা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বিকল্প নেই।
তিনি বলেন, নারী অধিকার, নারী কর্মসংস্থান এবং নারী নেতৃত্ব প্রতিষ্ঠায় এদেশের প্রশংসনীয় অগ্রগতি হয়েছে। তাই এই ক্লাবে নারীর অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, করোনা অতিমারীতে আর্তমানবতার সেবায় এই ক্লাব যেভাবে আত্মনিয়োগ করেছে, তা প্রশংসনীয়। এসময় তিনি এই ক্লাবের মাধ্যমে দরিদ্রদের বিভিন্ন অনুদান প্রদান, শিক্ষা সামগ্রী বিতরণ, বিনামূল্যে চক্ষুসেবা দান ইত্যাদি কাজগুলো ভবিষ্যতে আরও বিস্তৃত করার আহ্বান জানান।