শিক্ষকরা হচ্ছেন মানুষ গড়ার কারিগর। তাই স্মার্ট বাংলাদেশ গড়তে প্রযুক্তিগত জ্ঞানে শিক্ষকদেরও এগিয়ে যেতে হবে। পরিবর্তিত বিশ্বের সাথে তাল মিলিয়ে নিজেদের গড়ে তুলতে হবে। অন্যথায় দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলা সম্ভব নয়। তবে এ ক্ষেত্রে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা বাড়ানোও সময়ের দাবি।
শনিবার ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয় অডিটোরিয়ামে স্বাধীনতা শিক্ষক পরিষদ কুমিল্লা মহানগর ও আদর্শ সদর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষক সমাজের করণীয় শীর্ষক’ আলোচনায় সভায় এমন অভিমত ব্যক্ত করেন কুমিল্লা-৬ আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার।