স্মার্ট বাংলাদেশ গড়তে প্রবাসীদের ঐক্যের আহ্বান নিউইয়র্ক পথমেলায়

0

প্রবাস প্রজন্মে বাংলা ভাষা ও সংস্কৃতি বিকাশের পাশাপাশি শেখ হাসিনার নেতৃত্বে অদম্য গতিতে এগিয়ে চলা বাংলাদেশকে আরও বেশি উদ্ভাসিত করার সংকল্পে পথমেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার নিউইয়র্ক সিটির ওজোনপার্কে এই মেলা অনুষ্ঠিত হয়।

মেলা উদ্বোধন প্রাক্কালে প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সেক্রেটারি ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুল কাদের মিয়া স্বদেশ-সংস্কৃতির প্রতি প্রবাসীদের মমত্ববোধের প্রশংসা করেন এবং বহুজাতিক এ সমাজে এমন আয়োজনের জন্যে আয়োজকদের ধন্যবাদ জানান।

মেলা কমিটির আহ্বায়ক লিটন চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্য-সচিব আশরাব আলী লিটনের সঞ্চালনায় উদ্বোধনী পর্বে আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার ভূইয়া, কমিউনিটি লিডার মিসবাহ আবদিন, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ জাফর উল্লাহ, কমিউনিটি লিডার মতিউর রহমান, আপেল ফেরদৌস, মাহমুদুল হাসান, এ এস এম মইনুদ্দিন প্রমুখ।

মেলায় স্বদেশী খাদ্য ও পণ্যের স্টলে ভিড় ছিল চোখে পড়ার মতো। বাঙালি আমেজে অঘোষিত এক বন্ধনে নারীরা কেনাকাটা করেছেন। একইসঙ্গে মূলমঞ্চে বাঙালির জয়গানের পরিপূরক সংগীতানুষ্ঠানে অংশ নেন রাজিব, নুরুজ্জামান লাল্টু, মেহা, মীম, টিপু এবং মাটি ব্যান্ডের শিল্পীরা। সূর্যাস্ত পর্যন্ত মেলার বিনোদনমূলক পরিবেশনা উপভোগ করেন প্রবাসীরা। সমাপনী বক্তব্যে লিটন চৌধুরী এবং আশরাব আলী খান লিটন প্রবাসীদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন মেলার আয়োজনকে সাফল্যমণ্ডিত করতে আন্তরিক সহযোগিতার জন্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here