স্মার্ট বাংলাদেশ গঠনে ফুলপুরে শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ

0

ময়মনসিংহের ফুলপুরে শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করা হয়েছে। আজ রবিবার (২৬ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার এমপিওভুক্ত বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম ও ১০ম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মাঝে এসব ট্যাব বিতরণ করা হয়। 

উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে ট্যাব বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল, উপজেলা নির্বাহী অফিসার এম. সাজ্জাদুল হাসান, সহকারী কমিশনার ( ভূমি) অমিত রায়, ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকী, উপজেলা পরিসংখ্যান অফিসার (ভারপ্রাপ্ত) সাজিয়া আফরীন রুনা, কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল হাসান কামু, উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, উপজেলা একাডেমিক সুপারভাইজার পরিতোষ সূত্রধর, উপজেলা হিসাব রক্ষণ অফিসার শফিকুল ইসলাম প্রমুখ। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here