স্মার্ট ডিস্ট্রিক্ট ইনোভেশন পুরস্কার পেলেন কক্সবাজারের জেলা প্রশাসক

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে ‘স্মার্ট ডিস্ট্রিক্ট ইনোভেশন চ্যালেঞ্জ-২০২৩’ এর ‘শেখ রাসেল পদক’ পুরস্কার গ্রহণ করেছেন কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি) মুহম্মদ শাহীন ইমরান। ‘ওয়ান স্টপ সার্ভিস ফর ট্যুরিস্টের চমৎকার আইডিয়ার জন্য ‘স্মার্ট ডিস্ট্রিক্ট ইনোভেশন’ পুরস্কারে ভূষিত করা হয় কক্সবাজারের জেলা প্রশাসককে।

বুধবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আয়োজিত উদ্বোধনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্মার্ট বাংলাদেশ পুরস্কার-২০২৩ প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। জেলা প্রশাসককে সম্মাননার সাথে ৮০ লাখ টাকার আর্থিক পুরস্কারও দেয়া হয়। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here