স্মার্টফোন দূরে রাখলেই শান্তি ও সুখ অনুভব করে যুক্তরাষ্ট্রের ‘অধিকাংশ’ তরুণ-তরুণী

0

স্মার্ট ফোন দূরে সরিয়ে রাখলেই যুক্তরাষ্ট্রের অধিকাংশ তরুণ-তরুণীর সময় ভালো কাটে, তারা সুখ-শান্তি অনুভব করেন বলে উঠে এসেছে নতুন এক জরিপে।

জরিপটিতে অংশ নেওয়া প্রতি চার তরুণ-তরুণীর মধ্যে ৩ জনই বলেছে স্মার্টফোন কাছে না থাকলেই তারা ভালো সময় কাটাতে পারেন।  অপ্রাপ্ত বয়স্কদের ওপর ডিজিটাল মিডিয়া কতো গুরুতর প্রভাব ফেলে তা খতিয়ে দেখতেই এই গবেষণা চালানো হয়। 

সর্বমোট ৩৮ শতাংশ কিশোর-কিশোরী স্মার্টফোন ব্যবহারে অধিক সময় ব্যয় করার কথা জানিয়েছে। তবে ছেলেদের তুলনায় মেয়েরা বেশি স্মার্টফোন ব্যবহার করে। 

এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে ৩৯ শতাংশ কিশোর-কিশোরী বলছে তারা এর ব্যবহার কমিয়ে দিয়েছে। তবে ২৭ শতাংশ এর ব্যবহার অতিমাত্রায় করছে বলে জরিপে উঠে এসেছে। 

জরিপে অংশ নেয়া ৪২ শতাংশ তরুণ তরুণী জানিয়েছেন, সামাজিক শিখন দক্ষতায় স্মার্টফোন বড় অন্তরায় হয়ে দাঁড়ায়। আর ৩০ শতাংশ মনে করেন এটা এই কাজে তাদের সহায়তা করছে। 

সূত্র: আল জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here