স্মার্টফোন দিয়ে গোপন ক্যামেরা খুঁজে বের করবেন কিভাবে?

0

এখন প্রায় প্রতিটি মানুষের হাতেই থাকে স্মার্টফোন। নানাবিদ ব্যবহারের পাশাপাশি এই স্মার্টফোনের ক্যামেরা কাজ লাগাতে পারেন আরেকটি ভিন্ন, তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে।

হোটেলে বা শপিং মলের ট্রায়ালরুমে গিয়ে অনেকেই অস্বস্তিতে ভোগেন। গোপন কোনও ক্যামেরা ব্যক্তিগত নিরাপত্তা বিঘ্নিত করছে কি না তা নিয়ে শঙ্কা থাকে মনে। সেক্ষেত্রে গোপন ক্যামেরা খুঁজে বের করতে স্মার্টফোনের ক্যামেরা কাজে লাগাতে পারেন।

১. প্রথমে ফোনের ক্যামেরা চালু করুন এবং রিমোটের দিকে তাক করুন।

২. এতে রিমোটের লাইট জ্বলে উঠবে। হয় জ্বলেই থাকবে, নয়তো জ্বলবে-নিভবে।

৩. এভাবে যদি কাজ না হয়, তবে ফ্রন্ট ও রিয়ার দুই দিকের ক্যামেরা দিয়েই চেষ্টা করে দেখুন।

৪. আর কাজ হলে ফোন হাতে নিয়েই পুরো রুম স্ক্যান করুন। কোনও সক্রিয় ক্যামেরা থেকে থাকলে আপনি অবশ্যই ইনফ্রারেড লাইট দেখতে পাবেন।

নেটওয়ার্ক দেখে শনাক্ত করুন

লোকাল নেটওয়ার্কের সঙ্গে কোন কোন ডিভাইস কানেক্টেড আছে সেটা দেখতে ‘ফিঙ্গ’ নামের একটি অ্যাপ ব্যবহার করতে পারেন। কোনও ক্যামেরা থেকে থাকলে সেটার নামও তালিকায় দেখা যাবে। নেটওয়ার্ক অ্যানালাইজার অ্যাপটি অ্যানড্রয়েড ও আইওএস—দুটি প্ল্যাটফর্মেই ব্যবহার করা যাবে।

যদি এরপরও কিছু না পান, তবে নিশ্চিত হতে বাজার থেকে কিনতে পারেন রেডিও ফ্রিকুয়েন্সি ডিটেক্টর। মাইক্রোফোন বা ক্যামেরা থেকে আসা যেকোনও সিগন্যাল এটি শনাক্ত করতে পারবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here