স্মার্টফোন থেকে অপ্রয়োজনীয় অ্যাপ সরাবেন যেভাবে

0

স্মার্টফোনে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে বিল্ট ইন অনেক অ্যাপ দেওয়া থাকে। যেগুলো চাইলেও ব্যবহারকারীর পক্ষে ডিলিট করা সম্ভব হয় না। ডাউনলোড করা অ্যাপের মতো চাইলেই এগুলো আনইনস্টল করা যায় না। 

এসব অ্যাপ ডিভাইসের জায়গা নষ্ট করে এবং হোম স্ক্রিন ও অ্যাপ ড্রয়ারে অনাকাঙ্ক্ষিত বিভিন্ন শর্টকার্ট তৈরি করে থাকে। অ্যান্ড্রয়েডের অপ্রয়োজনীয় এসব অ্যাপ কীভাবে সরাবেন সে বিষয়ে জেনে নেওয়া যাক-

প্রথমেই আপনাকে ডিভাইসের সেটিংস অপশনে চলে যেতে হবে। তারপর সেখান থেকে ‘অ্যাপস’ অপশনটি খুঁজে, সেখানে ক্লিক করতে হবে।

নতুন অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে আবার আপনি একটি ‘সি অল অ্যাপস’ অপশন দেখতে পাবেন। সেখানে ট্যাপ করলেই ফোনে যে সব অ্যাপ ইনস্টল করা হয়েছে সেগুলোর তালিকা চলে আসবে।

আপনার ফোন যখন ইনস্টল করা সব অ্যাপের লিস্টিং দেখাবে, তাদের মধ্যে কোনটি আপনি নিষ্ক্রিয় করতে চান সেটি বেছে নিন। তার জন্য ওপরের ডান দিকে সার্চ বাটন দেখতে পাবেন, সেখানে ক্লিক করলেই হবে।

এখন আপনি যদি সিস্টেম অ্যাপগুলো দেখতে না পান, তাহলে ওপরের ডান দিক থেকে থ্রি-ডট মেনুতে ক্লিক করুন। সেখানে ‘শো সিস্টেম অ্যাপস’ অপশনটি আপনাকে দেখানো হবে। সেখানে ক্লিক করুন।

এবার আপনার সামনে একটি নতুন স্ক্রিন এসে হাজির হবে। এখান থেকেই আপনার অপছন্দের এবং অকেজো সিস্টেম অ্যাপটি নিষ্ক্রিয় করতে পারেন।

কোনো অ্যাপ যদি দেখেন ‘আন-ইনস্টল’ করা যাচ্ছে না, তাহলে সেটিকে নিষ্ক্রিয় করুন বা রিমুভ অপশনে ট্যাপ করে সরিয়ে দিন। এর ফলে অ্যাপটি ফ্রিজ হয়ে যাবে এবং আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে আর চলতে থাকবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here