স্মার্টফোনের জন্য ম্যাট স্ক্রিন গ্লাস কেমন

0

বর্তমানে অনেকেই চকচকে ল্যাপটপ স্ক্রিন থেকে অ্যান্টি-গ্লেয়ার ম্যাট ডিসপ্লে লাগান। এই ম্যাট ডিসপ্লেগুলো অন্যান্য ডিসপ্লের মতো আঙুলের ছাপ পড়ে না। তবে এখন ফোনের জন্যেও ম্যাট স্ক্রিন প্রটেক্টর পাওয়া যেতে পারে। যদিও এর নানাবিধ সুবিধা এবং অসুবিধা দুটিই রয়েছে। 

কভার কম নোংরা হয়
আমাদের মাঝে মাঝে ঘামে হাতের তালু ভিজে যায়। এতে ফোনে আঙুলের ছাপ পড়ার সমস্যা হয়। অনেক সময় ফোনের স্ক্রিনও তেলতেলে হয়ে যায়। ম্যাট স্ক্রিনেও কিছুটা তেলা ভাব লেগে থাকতে পারে। তবে এটি চকচকে স্ক্রিনের চেয়ে ভাল।

গেমিং গ্রিপ
গেমিং সেশনের সময় হাতের তালু ঘামে স্যাঁতসেঁতে হয়ে গেলে ম্যাট আরো ভালো গ্রিপ দেয়। ম্যাট স্ক্রিন টেক্সচার আমাদের সামগ্রিক ভাবে ফোনে ভালো নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।

গ্রেনি ইফেক্ট
ফোনের রিফ্লেকশন কমাতে গিয়ে এক্ষেত্রে ফোনে গ্রেনি ইফেক্ট বেশি দেখা যায়। ভিডিও বা ছবি দেখার সময় এটি সবচেয়ে বিরক্তিকর।

টেক্সচার
এই ধরনের ফোনে সাধারণত টেক্সচারটি সমতল হয় না। তবে একবার ম্যাট গ্লাসে অভ্যস্ত হয়ে গেলে অনেকের কাছেই এটি প্রিয় হয়ে ওঠে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here