বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল অস্ট্রেলিয়া মহাদেশ শাখার কমিটি গঠনের লক্ষ্যে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ সেপ্টেম্বর) সিডনির বাংলাদেশি অধ্যুষিত লাকেম্বার লাইব্রেরি হলে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
অস্ট্রেলিয়া স্বেচ্ছাসেবক দলের সভাপতি তারেক ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খালিদ হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হোন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক রাজীব আহসান ও বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আলী, সহ-সভাপতি ডি জেড এম হাসান বিন শফিক সোহাগ, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান।
স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ অমি ফেরদৌসের সার্বিক তত্ত্বাবধানে অস্ট্রেলিয়ার বিভিন্ন শহর থেকে আগত স্বেচ্ছাসেবক দল করতে আগ্রহী কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং অস্ট্রেলিয়া বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ দর্শক সারিতে অংশগ্রহণ করে অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করেন।