স্বেচ্ছাসেবকলীগ নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় উত্তপ্ত চাঁপাইনবাবগঞ্জ

0

চাঁপাইনবাবগঞ্জে সাবেক কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগ নেতা খায়রুল আলম জেমকে কুপিয়ে হত্যার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে চাঁপাইনবাবগঞ্জ। এ ঘটনার প্রতিবাদে বুধবার রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ও সদর থানা ঘেরাও করে বিক্ষোভ করে আওয়ামী লীগসহ ক্ষুব্ধ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। 

এ নিয়ে আজ বৃহস্পতিবার সকালে বিক্ষোভ সমাবেশ ও সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে দলটি। 

এদিকে সদর মডেল থানার ওসি মোঃ সাজ্জাদ হোসেন বলেন, হত্যাকারীদের শনাক্ত করার চেষ্টা চালানো হচ্ছে। তবে ২ প্রত্যক্ষদর্শী ৪ জনের নাম বলেছে যা যাচাই-বছাই করা হচ্ছে। 

এ ঘটনার পর দলের নেতাকর্মীরা রাতেই বিক্ষোভ মিছিল সহকারে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ও সদর থানা ঘেরাও করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। বর্তমানে শহরে থমথমে বিরাজ করছে এবং বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here