ওপেনএআই তাদের জনপ্রিয় এআই চ্যাটবটের জন্য নতুন ফিচার ‘চ্যাটজিপিটি হেলথ’ চালু করেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা নিরাপদভাবে নিজের স্বাস্থ্য নথি ও স্বাস্থ্য সম্পর্কিত অ্যাপ সংযুক্ত করতে পারবেন। এতে স্বাস্থ্য ও সুস্থতা বিষয়ে আরও ব্যক্তিকেন্দ্রিক তথ্য ও সহায়তা পাওয়া সম্ভব হবে।
বুধবার (৭ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে এই ফিচার ঘোষণা করে ওপেনএআই।
প্রতিষ্ঠানটির অ্যাপ্লিকেশন বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা ফিজি সিমো এক ব্লগ পোস্টে জানান, চ্যাটজিপিটি হেলথের লক্ষ্য হলো চ্যাটজিপিটিকে একটি “ব্যক্তিগত সুপার-অ্যাসিস্ট্যান্ট”-এ পরিণত করা, যা জীবনের নানা ক্ষেত্রে ব্যবহারকারীদের তথ্য ও প্রয়োজনীয় টুল দিয়ে সহায়তা করবে। তাঁর মতে, বর্তমান স্বাস্থ্যব্যবস্থা রোগী ও চিকিৎসক উভয়ের জন্যই জটিল হয়ে উঠেছে, আর সেই জায়গায় এআই কার্যকর ভূমিকা রাখতে পারে।
ওপেনএআইয়ের তথ্যমতে, স্বাস্থ্য ও সুস্থতা নিয়ে চ্যাটজিপিটিতে অনেক প্রশ্ন করা হয়। প্রতি সপ্তাহে শত কোটি ব্যবহারকারী স্বাস্থ্যসংক্রান্ত নানা প্রশ্ন করে থাকেন। চ্যাটজিপিটি হেলথ সেই অভিজ্ঞতাকে আরও এক ধাপ এগিয়ে নিচ্ছে, যেখানে ব্যবহারকারীর নিজস্ব স্বাস্থ্যতথ্যের ভিত্তিতে উত্তর হবে আরও প্রাসঙ্গিক ও বাস্তবসম্মত।
নিরাপত্তা নিয়ে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে এই ফিচারে। ওপেনএআই জানিয়েছে, চ্যাটজিপিটি হেলথের জন্য আলাদা একটি সুরক্ষিত স্পেস থাকবে। এখানে সংযুক্ত ফাইল, কথোপকথন ও অ্যাপের তথ্য অন্যান্য চ্যাট থেকে সম্পূর্ণ আলাদা থাকবে। এসব তথ্য ওপেনএআইয়ের মূল এআই মডেল প্রশিক্ষণে ব্যবহার করা হবে না। এছাড়া স্বাস্থ্যসংক্রান্ত কথোপকথন সুরক্ষিত রাখতে বিশেষ এনক্রিপশন ও ডেটা আইসোলেশন ব্যবস্থাও যুক্ত করা হয়েছে।
ওপেনএআই স্পষ্ট করে জানিয়েছে, চ্যাটজিপিটি হেলথ কোনোভাবেই চিকিৎসকের বিকল্প নয়। এটি রোগ নির্ণয় বা চিকিৎসার জন্য ব্যবহার করা যাবে না। বরং দৈনন্দিন স্বাস্থ্যসংক্রান্ত প্রশ্ন, রিপোর্ট বোঝা বা সুস্থতা ব্যবস্থাপনায় সহায়ক তথ্য দেয়াই এর মূল উদ্দেশ্য।
চ্যাটজিপিটি হেলথের জন্য ওপেনএআই যুক্তরাষ্ট্রভিত্তিক ডিজিটাল হেলথ প্ল্যাটফর্ম বিওয়েলের সঙ্গে অংশীদারিত্ব করেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা নিজেরাই নিয়ন্ত্রণ করতে পারবেন কোথায় ও কীভাবে তাদের স্বাস্থ্যতথ্য ব্যবহৃত হবে। প্রাথমিকভাবে এই ফিচার ব্যবহারের জন্য ব্যবহারকারীদের একটি ওয়েটলিস্টে নাম লেখাতে হবে। ধাপে ধাপে এটি চালু করা হচ্ছে এবং বর্তমানে কিছু সুবিধা শুধু যুক্তরাষ্ট্রে সীমাবদ্ধ। ভবিষ্যতে ধীরে ধীরে অন্যান্য দেশেও এই সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে ওপেনএআই।

