স্বামী নিককে নিয়ে মিথ্যা বলে ধরা খেয়ে যান প্রিয়াঙ্কা, অতঃপর…

0

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বর্তমানে হলিউডে মহাব্যস্ত তারকা তিনি। বর্তমানে একের পর এক সিরিজ, ছবির শুটিং নিয়ে ব্যস্ত তিনি। অন্যদিকে স্বামী নিক জোনাস ও মেয়ে মালতী মেরিকে নিয়ে স‌ংসারও সামলাচ্ছেন। সব কিছুর সঙ্গে তাল মিলিয়ে সাফল্যের সিঁড়িতেও অনায়াসে চড়ছেন প্রিয়াঙ্কা। তার সঙ্গে নিকের দাম্পত্যের রসায়নও চোখে পড়ার মতো। কিন্তু সেই নিককে নিয়েই নাকি একবার মিথ্যা বলতে গিয়ে ধরা পড়ে যান অভিনেত্রী!

অভিনেত্রী হিসেবে প্রিয়াঙ্কার নামডাক থাকলেও তার স্বামী নিক জোনাসের অভিনয়ক্ষমতা কেমন, প্রশ্ন রাখা হয় তার কাছে। সে সময় প্রিয়াঙ্কা বলেন, “নিক অসাধারণ অভিনেতা।”

তবে বিভিন্ন সময় নিকের প্রশংসায় পঞ্চমুখ অভিনেত্রী এক সাক্ষাৎকারে জানান, নিকের মধ্যে তিনি তার প্রয়াত বাবার ছাপ দেখেতে পান।

লন্ডনে ‘সিটাডেল’-এর প্রিমিয়ারের উদাহরণ টেনে অভিনেত্রী এক সাক্ষাৎকারে বলেন, “যখনই আমি রেড কার্পেটে ক্যামেরার সামনে দাঁড়াই, নিক আমার উপর থেকে আলো কেড়ে নিতে চায় না। ও নিজেই বরং আমার ছবি তুলতে থাকে। আমার সাফল্য নিয়ে আমার নিজের চেয়ে ও বেশি উৎসাহী।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here