স্বামীর প্রতি প্রকাশ্যে প্রেম প্রকাশ ঐশ্বরিয়ার, এড়িয়ে গেলেন অভিষেক!

0

ঐশ্বরিয়া রায় ও অভিষেক বচ্চন, বলিউডের অন্যতম আলোচিত দম্পতি। বারবার খবরের শিরোনামে উঠে আসে তাদের ব্যক্তিগত জীবন। গত বছর ছড়িয়ে গিয়েছিল তাদের বিচ্ছেদের খবরও। তবে সেই খবর যে একেবারেই মিথ্যা, তা নিজেরাই প্রমাণ করে দিয়েছেন এই তারকা দম্পতি। একাধিক অনুষ্ঠানে তাদের দেখা গেছে খোশ মেজাজেই। কিন্তু এর মধ্যেই ফের নতুন করে বিতর্ক শুরু।

একটি ভিডিও ঘিরে সমস্যার সূত্রপাত। অভিষেক ও অমিতাভ বচ্চনের সঙ্গে প্রথম ভ্রমণের অভিজ্ঞতা ভাগ করে নিতে দেখা যায় ঐশ্বরিয়াকে। 

ভিডিওটি পুরনো হলেও নতুন করে তা ছড়িয়েছে নেটপাড়ায়। ঐশ্বরিয়া সেই ভিডিওতে অভিষেকের প্রশংসা করছিলেন। এমনকি জুনিয়র বচ্চনের প্রতি প্রেমও প্রকাশ পায় ঐশ্বরিয়ার কথায়। কিন্তু অভিষেক নাকি সম্পূর্ণ এড়িয়ে যান অভিনেত্রীকে। কোনও গুরুত্বই নাকি দেননি তিনি প্রাক্তন বিশ্বসুন্দরীকে।

ঐশ্বরিয়া বলেছিলেন, “এই প্রথম আমার ভালবাসা অর্থাৎ আমার স্বামীর সঙ্গে আমার প্রথম ভ্রমণ। এটা ওর প্রথম বিশ্বভ্রমণ ছিল। এই ভ্রমণের কথা আমার সারাজীবন মনে থাকবে, কারণ আমরা একসঙ্গে গিয়েছিলাম। এই ভ্রমণের অভিজ্ঞতা আমার কাছে আরও বিশেষ, কারণ শ্বশুর-শাশুড়িও গিয়েছিলেন।”

ঐশ্বরিয়া যখন অভিষেকের ভূয়সী প্রশংসায় পঞ্চমুখ, তখন অভিষেক নাকি নির্বিকার ছিলেন। এই দেখে এক নিন্দুক মন্তব্য করেন, “ঐশ্বরিয়া কত ভাল ভাল কথা বলছে অভিষেকের জন্য। আর অভিষেকের মুখটা দেখুন। নিজেকে কি রাজা ভাবেন? ঐশ্বরিয়ার জন্য খারাপ লাগে।”

আরেক নিন্দুক কটাক্ষের সুরে ভিডিওর মন্তব্য বিভাগে লেখেন, “আরে ভাই, সামান্য হাসতে তো পারেন। এভাবে মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে আপনাকে কে বলেছে!”

২০০৭ সালে বিয়ে করেন অভিষেক ও ঐশ্বরিয়া। তার আগে ‘গুরু’ ছবির শুটিংয়ের সময় থেকে তাদের প্রেম শুরু। ২০১১ সালে তাদের কোলে আসে আরাধ্যা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here