স্বাধীনতা দিবস উপলক্ষে বর্ণিল সাজে আরব আমিরাত

0

সংযুক্ত আরব আমিরাতে আগামী শনিবার (২ ডিসেম্বর) দেশটির ৫২তম স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। ১৯৭১ সালের এই দিনে ব্রিটিশ সাম্রাজ্য থেকে আমিরাত স্বাধীনতা লাভ করে।

আমিরাতের স্বাধীনতা দিবস উপলক্ষে আবুধাবি, দুবাই, শারজাহ, রাস-আল-খাইমা, ফুজিরাহ, আল-আইনে সাজানো হয়েছে ভিন্নরূপে। আরবের অধিবাসীদের সঙ্গে প্রবাসী বাংলাদেশিরাও আমিরাতের শেখদের ছবি ও পতাকা দিয়ে নিজেদের গাড়ি সাজিয়ে শোভাযাত্রা করেছেন।

এ বছর আরব আমিরাতের ৫২তম জাতীয় দিবস উপলক্ষে তিনদিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। সরকারি ও বেসরকারি সেক্টরে আগামী ২ ডিসেম্বর (শনিবার) থেকে ছুটি শুরু হয়ে শেষ হবে (৪ ডিসেম্বর) সোমবার। মঙ্গলবার (৫ ডিসেম্বর) থেকে আবার কার্যক্রম শুরু হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here