মানিকগঞ্জে নানা আয়োজনে উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা দিবস।
দিবসটি উপলক্ষে রবিবার (২৬ মার্চ) সকালে শহীদ স্মৃতিস্তম্ভে ফুলের শ্রদ্ধা জানায় জেলা প্রসাশক মুহাম্মদ আব্দুল লতিফ জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এড. গোলাম মহীউদ্দীন।
এসব অনুষ্ঠানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংগঠন অংশ নেয়।