স্বাধীনতা দিবসে জার্মানিতে বাংলাদেশের পতাকা হাতে শিব শংকর পাল

0

বাংলাদেশের ৫৩তম মহান স্বাধীনতা দিবসে দেশের পতাকা হাতে জার্মানির নিদারজাক্সেন অঙ্গরাজ্যের হ্যানোভারে অনুষ্ঠিত দূরপাল্লার আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নিলেন একমাত্র বাংলাদেশি সৌখিন দৌড়বিদ শিব শংকর পাল। এটি শিব শংকরের ১২১তম আন্তর্জাতিক ম্যারাথন।

রবিবার আন্তর্জাতিক এই ম্যারাথনে ৩৫টি দেশের ২৫ হাজার দৌড়বিদ অংশগ্রহণ করে। এতে বাংলাদেশি একমাত্র দৌড়বিদ হিসেবে লাল সবুজ পতাকা উড়ানো একমাত্র ব্যক্তি তিনি।

ম্যারাথনের ফিনিশিং লাইন শেষে শিব শংকরকে অভ্যর্থনা জানান তার স্ত্রী শিখা শংকর পাল ও তার পরিবারের সদস্যরা। এ অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের পতাকা হাতে কমপক্ষে ১৫০টির বেশি আন্তর্জাতিক ম্যারাথনে দৌড়ানোর মাইলফলক অতিক্রম করতে চান দৌড়বিদ শিব শংকর পাল। ম্যারাথন শেষে শিব শংকর পাল বলেন, দেশের লাল সবুজের পতাকা হাতে বিশ্বের বিভিন্ন দেশ যেমন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়াসহ অনেক দেশে দৌড়েছি। কিন্তু মহান স্বাধীনতা দিবসে দেশের পতাকা হাতে কোনো ম্যারাথনে এবারই প্রথম দৌড়ালাম। তাই এটি অনেক স্মরণীয় একটা ম্যারাথন হয়ে থাকবে।

ঢাকার অদূরে নবাবগঞ্জে জন্ম নেন শিব শংকর পাল। ৫৬ বছর বয়সী পাল একজন সফল ব্যবসায়ী। বেশ কয়েক বছর আগে জার্মানির বায়ার্ন মিউনিখে গড়ে তোলেন পাল ইলেক্ট্রো নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান। তার উদ্যোগে দেশটির জাতীয় টেলিভিশনে তথ্যচিত্রও প্রচারিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here