স্বাধীনতার স্বপ্ন দেখছে ইরান, সহায়তার জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প

0
স্বাধীনতার স্বপ্ন দেখছে ইরান, সহায়তার জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলনের প্রতি আবারও জোরালো সমর্থন ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (১০ জানুয়ারি) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় তিনি বলেন, ইরান এখন স্বাধীনতার এমন এক দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে যা আগে কখনো দেখা যায়নি। যুক্তরাষ্ট্র এই লড়াইয়ে বিক্ষোভকারীদের পাশে দাঁড়াতে সম্পূর্ণ প্রস্তুত।

শনিবার রাতে যখন ইরানের রাজপথ বিক্ষোভকারীদের মিছিলে উত্তাল, ঠিক সেই মুহূর্তে ট্রাম্প এক পোস্টে লেখেন, ইরান এখন স্বাধীনতার স্বপ্ন দেখছে, সম্ভবত আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। যুক্তরাষ্ট্র সহায়তার জন্য প্রস্তুত!

এর আগে, শনিবার সকালেই রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামের একটি পোস্ট শেয়ার করে ইরানের পরিস্থিতির ওপর আলোকপাত করেন ট্রাম্প। ওই পোস্টে মার্কিন স্টেট সেক্রেটারি মার্কো রুবিওর ভূমিকার প্রশংসা করা হয়। গ্রাহাম তার পোস্টে ট্রাম্পের জনপ্রিয় স্লোগানের আদলে ‘মেক ইরান গ্রেট অ্যাগেইন’ (ইরানকে আবারও মহান করে তুলুন) বাক্যটি ব্যবহার করেন, যা দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

উল্লেখ্য, অর্থনৈতিক সংকট এবং ব্যক্তিস্বাধীনতার দাবিতে দীর্ঘদিন ধরে ইরানে বিক্ষোভ চলে আসছে। ট্রাম্প প্রশাসনের এই প্রকাশ্য সমর্থন তেহরান এবং ওয়াশিংটনের মধ্যকার বিদ্যমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। বিশেষ করে স্টেট সেক্রেটারি হিসেবে মার্কো রুবিওর মতো কট্টর ইরান-সমালোচককে নিয়োগ দেওয়ার পর ট্রাম্পের এই বার্তা ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here