স্বাধীনতার গান আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে দিতে চান লেনিন

0

২০০০ সালে ‘নিঝুম রাতে’ শিরোনামের অ্যালবাম দিয়ে গানের ভুবনে পথচলা শুরু করেন গায়ক, মডেল ও উপস্থাপক মীর শরীফ হাসান লেনিন। অনেকের কাছে তিনি লেনিন খান নামে পরিচিত।

এরপর প্রকাশ পায় ‘ভালোবাসার ময়না আমার’, ‘লাল শাড়িতে ময়না আমার’, ‘প্রিয় থেকে প্রিয়জন’সহ মোট ছয়টি অ্যালবাম। এই গায়ক এ পর্যন্ত প্রায় একশ’ মৌলিক গান গেয়েছেন। হয়েছেন বিজ্ঞাপনের মডেল।

গত ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে গানটি ভারতকে সম্মান জানিয়ে হিন্দিতে প্রকাশ পায়। নতুন বছরে গানটি নতুনভাবে ইংরেজিতে আসছে। লেনিনের নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটির ইংরেজি ভার্সন মুক্তি পাবে।

লেনিন বলেন, ‘বাঙালির অবস্থানে নির্দিষ্ট কোনো মানচিত্র নেই। বাঙালি এত বেশি প্রসারিত বহির্বিশ্বে তাদের সবার কাছে পৌঁছে দিতেই আমার এ উদ্যোগ। গানটি বিশ্বে ছড়িয়ে দিতে চাই। গানটি মাননীয় প্রধানমন্ত্রীর পছন্দের। এই গানের কারণে প্রধানমন্ত্রী আমাকে বিশেষভাবে পুরস্কৃত করেছেন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here