‘স্বাগতম তারেক রহমান, প্রত্যাবর্তন হোক গণতন্ত্রের’

0
‘স্বাগতম তারেক রহমান, প্রত্যাবর্তন হোক গণতন্ত্রের’

দীর্ঘ ১৭ বছর পর আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার ঐতিহাসিক আগমনকে স্বাগত জানিয়ে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ ড. তুহিন মালিক। 

পোস্টে তুহিন মালিক লিখেছেন, ‘ঠিক এগারো বছর আগে। আমার বিরুদ্ধে যখন একযোগে রাষ্ট্রদ্রোহিতাসহ একাধিক মামলায় হুলিয়া জারী হলো। বাসা চেম্বার সব ঘিরে রাখা হলো। সবার আগে ফোন আসলো দেশের বাইরে থেকে। সেখানে তখন শেষ রাত। ঘুম থেকে উঠা উৎকন্ঠিত ভারী কন্ঠস্বরে উদ্বেগ জানালেন। সাহস যোগালেন। একটু পরপর খবর নিলেন। সেদিনের এই মর্মস্পর্শী স্মৃতি আজও আমাকে আবেগী কোরে তোলে।’

tuhin malikতিনি আরও লেখেন, ‘দীর্ঘ ১৮ বছর পর তিনি দেশের মাটিতে ফিরছেন। তার ঐতিহাসিক আগমনে বাংলাদেশের শূন্য হৃদয়ে পূর্ণতা ফিরে পাক। দেশ মায়ের সন্তান তার মায়ের কোলে নিরাপদে ফিরে আসুক। দীর্ঘদিনের রাজনৈতিক শূন্যতায় স্থিতিশীলতা ফিরে পাক প্রিয় মাতৃভূমি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রক্তের ও আদর্শের এই উত্তরাধিকারী বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মর্যাদা ও নিরাপত্তার প্রতিভূ হয়ে উঠুক। প্রত্যাবর্তন হোক গণতন্ত্রের। সাম্য, ন্যয়বিচার ও ইনসাফের। সম্প্রীতি ও ঐক্যের। গণতন্ত্রকামী মানুষের জন্য সুদীর্ঘ প্রতীক্ষিত মুহূর্ত। স্বাগতম জনাব তারেক রহমান। নিরাপদ হোক আপনার নতুন পথচলা।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here