স্বস্তির জয়, শেষ আটে বার্সা

0

অখ্যাত ক্লাব ইউনিয়নিস্তাস দে সালামাঙ্কাকে ৩-১ গোলে হারিয়ে কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে ওঠেছে বার্সেলোনা। তবে খুব একটা সহজে বার্সাকে জিততে দেয়নি সালামাঙ্কা। ঘরের মাঠে ম্যাচের প্রথম গোলটি তারাই আগে করে। 

৩১তম মিনিটে বার্সার জালের পাশাপাশি বুকেও কাঁপন ধরিয়ে দেন আলভারো গোমেস। বিরতির ঠিক আগদিয়ে ঘুরে দাঁড়ায় বার্সা। জোয়াও ফেলিক্সের পাস থেকে দলকে সমতায় ফেরান ফেরান তোরেস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here