স্বল্প সময়ের জন্য বিদেশ যাত্রার অনুমতি পেলেন মাহিন্দা রাজাপাকসে

0

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের ওপর আরোপিত বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞা অস্থায়ীভাবে তুলে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দেশটির ম্যাজিস্ট্রেট আদালত এ বিষয়ে রায় দেয়। 

২০২২ সালে গল ফেস গ্রিনে সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর হামলার বিষয়ে দায়ের করা আবেদন বিবেচনা করার পর এই আদেশ জারি করেন বিচারক।

মাহিন্দা রাজাপাকসের আইনজীবী বিদেশ ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য আদালতকে অনুরোধ করেছিলেন। আইনজীবী জানান, তার মক্কেল দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য একটি সম্মেলনে আমন্ত্রণ পেয়েছেন।

আবেদন বিবেচনায় নিয়ে ফোর্ট ম্যাজিস্ট্রেট অস্থায়ীভাবে মাহিন্দা রাজাপাকসের ওপর আরোপিত বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞা তুলে নেন। সূত্র: আদাদেরানা, নিউজ কাটার, নিউজ ওয়ার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here