স্বল্প দৈঘ্য চলচ্চিত্র জলরঙ ‘এ’ মনোজ চরিত্রে অণু

0

আশিকুর রহমান অণু কে স্বল্প দৈঘ্য চলচ্চিত্র জলরঙ ‘এ’ কেন্দ্রীয় চরিত্র মনোজ হিসেবে দেখা যাবে, এই কাজটির জন্য অনেক দিন ধরেই প্রস্তুতি নিচ্ছেন তিনি, লুক চেঞ্জ করা, সাতার আরো ভালো করে রপ্ত করা থেকে গল্পের প্রয়োজনীয় সকল কিছুই করছেন তিনি, অণু এর আগে কিছু সচেতনতা মূলক কন্টেন্ট করলেও স্বল্প দৈঘ্য চলচ্চিত্রে এই প্রথম, জানা যায় ঈদের পর পর ই জলরঙ এর প্রথম লট এর কাজ শুরু হবে ভিলেজ পলিট্রিক্স, প্রেম, মান অভিমান, নিয়েই গল্পের প্লট এগিয়েছে, অণু বলেন গল্পটি আমার খুব পছন্দ হয়েছে বলেই এই টিম এর সাথে কাজ করার অন্য আগ্রহ নিয়ে বসে আছি, যতটা নির্ভুল ভাবে সব কিছু ফুটিয়ে তোলা যায় সেই জন্য আমরা অনেক কাল ক্ষেপন করেছি, আশা করি গল্পটি সবার খুব ভালো লাগবে, জানা যায় এই চরিত্র টির জন্য অণু প্রায় ৬ মাস এর উপর প্রস্তুতি নিচ্ছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here