স্বপ্নদল আয়োজিত নাট্যাচার্য সেলিম আল দীনের দুইদিনের জন্মোৎসবের শেষ দিন শনিবার শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়ন হয় একক নাটক ‘হেলেন কেলার’।
বিশ্বের বিস্ময় মহিয়সী নারী হেলেন কেলারের জীবন-কর্ম-স্বপ্ন-সংগ্রাম-দর্শন অবলম্বনে এই নাটকটি রচনা করেছেন অপূর্ব কুমার কুন্ডু ও নির্দেশনায় ছিলেন জাহিদ রিপন।
একক নাটকটিতে অভিনয় করেন স্বপ্নদলের নিয়মিত নাট্যকর্মী জুয়েনা শবনম।