যারা স্বতন্ত্র প্রার্থী আছেন তাদের শক্তি ও সামর্থ আছে বলেই নির্বাচনে নেমেছেন বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। তিনি বলেন, আমি আজ তাদেরকে বলেছি তারা মাঠে থাকবে। তাদের অভিযোগের কথা শুনেছি এবং বলেছি শেষ সময় পর্যন্ত মাঠে থাকার জন্য।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, সংশ্লিষ্ট সকল পর্যায়ের কর্মকর্তা ও ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় শেষে ক্ষমতাসীনরা স্বতন্ত্র প্রার্থীদের ওপর প্রভাব বিস্তার করছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে একথা বলেন ইসি আনিছুর।
প্রার্থীদের অভিযোগ সম্পর্কে তিনি বলেন, আমাদের কাছে অভিযোগ আসছে। আমরা অভিযোগগুলো তদন্ত করে দেখছি এবং সত্যতা পেলে সেগুলো মামলা হচ্ছে। যিনি অভিযোগকারী তাকেই প্রথমে থানায় অভিযোগ করতে হবে। অভিযোগ দেরি করে দিলে বিষয়টি দুর্বল হয়ে যায়। এই বিষয়টি স্বতন্ত্র প্রার্থীদের দেখতে হবে।
তিনি বলেন, এ বছর নির্বাচনের আগের দিন ব্যালট পেপার কেন্দ্রে যাবে না। ভোটের দিন সকালে যাবে। এক্ষেত্রে আমরা নির্বাচনি কাজে নিয়োজিত আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তা নিব। প্রয়োজনে সেনাবাহিনীর কাছেও সহযোগিতা চাইব। এছাড়া যৌক্তিক কারণ দেখিয়ে চরাঞ্চলসহ দুর্গম এলাকায় আগের দিন দেয়া হবে। কিন্তু সেটির সুরক্ষা নিশ্চিত করা হবে।
এ সময় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন উপস্থিত ছিলেন।