পিরোজপুর-১ আসনে নৌকার প্রার্থী মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, স্বতন্ত্র প্রার্থীতার সুযোগে যারা নৌকার নেতাকর্মীদের উপর হামলা করে আঘাত হানছেন, তারা প্রকারান্তরে বিএনপি-জামায়াতের চেয়েও নিকৃষ্ট। বঙ্গবন্ধুর আদর্শের কোনো সৈনিক বা শেখ হাসিনার কোনো কর্মী নৌকার সমর্থকদের রক্ত ঝরাতে পারে না। তারা প্রকৃতপক্ষে শেখ হাসিনার কর্মী নন। কেননা নৌকার ওপরই শেখ হাসিনার প্রধানমন্ত্রীত্ব নির্ভর করে।
আজ পিরোজপুরের বিভিন্ন নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন।
পথসভায় অংশগ্রহণ করা নেতাকর্মীরা আগামী ৭ জানুয়ারি শেখ হাসিন মনোনীত প্রার্থী শ ম রেজাউল করিমকে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার অঙ্গীকার ব্যক্ত করেন।