বিশেষ অলিম্পিকে সাঁতারে স্বর্ণ জয়ী পাইয়িম মিয়াকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
কামরুন্নেছা আশরাফ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের উদ্যোগে শহরের মোক্তারপাড়া পাবলিক হল মিলনায়তনে পাইয়িম মিয়াকে এই সংবর্ধনা দেওয়া হয়।
গণসংবর্ধণা পেয়ে বাক ও শ্রবণ প্রতিবন্ধী পাইয়িম মিয়ার স্বজনরাও আনন্দিত।
স্পেশাল অলিম্পিক ওয়ার্ল্ড সামার ২০২৩ এ সাঁতারে স্বর্ণ পদক জিতেছেন পাইয়িম মিয়া।