স্পেন বাংলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

0

স্পেনে বাংলা গণমাধ্যমে প্রতিনিধিত্বকারী সংগঠন ‘স্পেন বাংলা প্রেসক্লাব’-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। যমুনা টিভি ও চ্যানেল এস এর স্পেন প্রতিনিধি আফাজ জনিকে সভাপতি ও বাংলা টিভি’র স্পেন প্রতিনিধি লোকমান হোসেনকে সাধারণ সম্পাদক করে স্পেন বাংলা প্রেসক্লাবের ২৬ সদস্যের ২০২৪-২৬ মেয়াদের নতুন এ কমিটির ঘোষণা করা হয়।

গত ২১ ফেব্রুয়ারি স্পেনের বার্সেলোনার পেদ্রো চত্বরে  অনুষ্ঠিত একুশে মেলার মঞ্চে নতুন কমিটি ঘোষণা করেন প্রেসক্লাবের উপদেষ্টা ও তিন সদস্যবিশিষ্ট নির্বাচক কমিটির প্রধান নুরুল ওয়াহিদ। এসময় উপস্থিত ছিলেন নির্বাচক সাহাদুল সুহেদ ও মিরন নাজমুল।

প্রেসক্লাবের নতুন কমিটির সভাপতি আফাজ জনি ও সাধারণ সম্পাদক লোকমান হোসেন তাদের প্রতিক্রিয়ায় জানান, প্রেসক্লাবের সাংগঠনিক উন্নয়নকে আরো গতিশীল করার পাশাপাশি সংবাদ পরিবেশনের মাধ্যমে স্পেনের বাংলাদেশি কমিউনিটির উন্নয়নে আরো ভূমিকা রাখবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here