ডাক পেয়েছিলেন স্পেনের স্কোয়াডে, এমনকি দলের সঙ্গে যোগও দিয়েছিলেন বার্সেলোনার তারকা উইঙ্গার লামিনে ইয়ামাল। কিন্তু হঠাৎই স্কোয়াড থেকে ছিটকে পড়েছেন এই তারকা। তবে এই বাদ পড়ার মূল কারণ হলো, স্প্যানিশ ফুটবল ফেডারেশনকে (আরএফইএফ) না জানিয়েই বার্সেলোনায় তার চিকিৎসা করানো। তবে আরএফইএফ এক বিবৃতিতে বার্সার এই সিদ্ধান্তে ‘বিস্মিত’ ও ‘উদ্বিগ্ন’ বলে জানিয়েছে।
‘পিউবালজিয়া’ চোটে ভুগা ইয়ামালকে ছাড়াই বিশ্বকাপ বাছাইপর্বে জর্জিয়া ও তুরস্কের মুখোমুখি হবে স্পেন। গত সোমবার বার্সেলোনায় ছোট একটি চিকিৎসা করানো হয় ইয়ামালের। এ বিষয়ে জ্ঞাত ছিল না স্পেন। ১৮ বছর বয়সী তারকা উইঙ্গারের ৭-১০ দিনের বিশ্রামের প্রয়োজন, তাই তাকে বার্সেলোনায় ফেরার অনুমতি দেওয়া হয়েছে।
স্প্যানিশ ফুটবল ফেডারেশন বিবৃতিতে লিখেছে, ‘সোমবার সকালে জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে বেলা ১টা ৪৭ মিনিটে আমরা জানতে পেয়েছি যে ইয়ামাল তার পিউবিক অঞ্চলের অস্বস্তি কমানোর জন্য একটি ইনভেসিভ রেডিওফ্রিকোয়েন্সি চিকিৎসা করিয়েছেন। এই প্রক্রিয়াটি জাতীয় দলের চিকিৎসা দলকে কোনো তথ্য দেওয়া ছাড়াই সম্পন্ন হয়েছে। আমরা এই তথ্য পেয়ে বিস্মিত এবং উদ্বিগ্ন। রাতেই একটি রিপোর্ট থেকে বিস্তারিত জানলাম, যেখানে মেডিকেল বিভাগ ইয়ামালের ৭-১০ দিনের বিশ্রামের সুপারিশ করেছে।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘এই পরিস্থিতিতে, খেলোয়াড়ের স্বাস্থ্যের উপর সর্বদা অগ্রাধিকার দিয়ে, আরএফইএফ সিদ্ধান্ত নিয়েছে তাকে বর্তমান দলে থেকে ছাড় দেওয়ার।’
এই ঘটনায় বার্সেলোনা এবং স্পেন দলে মধ্যে সম্পর্কের টানাপোড়েন আরও বাড়াতে পারে। গত কয়েক মাসই ইয়ামালের চোট নিয়ে বার্সা কোচ হান্সি ফ্লিক স্পেন জাতীয় দলের কোচ লুইস দে লা ফুয়েন্তের মধ্যে রেষারেষি দেখা গিয়েছে।
এর আগে গত শনিবার ফ্লিক বলেছিলেন, ‘আমাদের তার যত্ন নিতে হবে। সে নিজের শৃঙ্খলায় পরিবর্তন এনেছে। এখন সে অনেক ভালো, সত্যিই ভালো করে অনুশীলন করছে, জিমে যাচ্ছে এবং প্রতিদিন চিকিৎসা নিচ্ছে। এই চোটের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি মনে করি সে নিজের সেরা অবস্থায় ফিরছে, কিন্তু চোট এখনও পুরোপুরি ঠিক হয়নি। আমরা শুধু আমাদের পক্ষ থেকে নয়, জাতীয় দলের পক্ষ থেকেও তার যত্ন নিতে হবে।’

