স্পেন ছেড়ে নতুন ঠিকানা খুঁজে নিলেন রদ্রিগেস

0

স্প্যানিশ ক্লাব রায়ো ভাইয়েকানো ছেড়ে হামেস রদ্রিগেস খুঁজে নিয়েছেন নতুন ঠিকানা। মেক্সিকোর লিগা এমএক্সের ক্লাব লেওনে যোগ দিয়েছেন কলম্বিয়ার তারকা ফুটবলার।

ফ্রি ট্রান্সফারে আটবারের মেক্সিকান চ্যাম্পিয়ন লেওনে যাচ্ছেন রদ্রিগেস। তার দলবদলের বিষয়টি নিশ্চিত করেছে ভাইয়েকানো ও লেওন। চুক্তির আর্থিক কোনো বিষয় খোলাসা করেনি কোনো ক্লাব। স্থানীয় সংবাদ মাধ্যমের খবর, রদ্রিগেসের সঙ্গে এক বছরের চুক্তি করেছে লেওন। সুযোগ রাখা হয়েছে আরেক মৌসুম মেয়াদ বাড়ানোর।

ক্যারিয়ারের এই পর্যায়ে এসে কোনো ক্লাবেই থিতু হতে পারছেন না ৩৩ বছর বয়সী রদ্রিগেস। ২০২৪ কোপা আমেরিকায় দুর্দান্ত পারফরম্যান্সের পর গত জুলাইয়ে ভাইয়েকানোরয় যোগ দেন তিনি। চুক্তি হয় এক বছরের, আরও এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগও রাখা হয়।

কিন্তু পাঁচ মাসেই স্প্যানিশ ক্লাবটিতে তার অধ্যায় শেষ হয়ে যাওয়ার খবর কদিন আগেই বের হয়। বেশ কয়েকটি স্প্যানিশ সংবাদমাধ্যমে তখন জানানো হয়, পারস্পরিক সমঝোতায় দুই পক্ষের চুক্তি বাতিল হয়েছে।

পেশাদার ফুটবল ক্যারিয়ারে রদ্রিগেসের চুক্তি বাতিলের ঘটনা এটিই প্রথম নয়। এর আগে পারস্পরিক সমঝোতায় সাও পাওলোর সঙ্গে এই অ্যাটাকিং মিডফিল্ডারের চুক্তি বাতিল হয়েছিল। ৩৩ বছর বয়সী এই তারকা এর আগে রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, মোনাকো, এভারটনের মতো ক্লাবে খেলেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here