স্পেনের দক্ষিণ–পূর্বাঞ্চলীয় মুরসিয়া এলাকায় একটি নাইটক্লাবে অগ্নিকাণ্ডে ১৩ জন নিহত হয়েছেন।
রবিবার স্থানীয় সময় সকাল ৬টার দিকে দেশটির অ্যাটালিয়াস অঞ্চলে ফন্ডা মিলাগ্রোস নামের ওই নাইটক্লাবে এ দুর্ঘটনা ঘটে।
ন্যাশনাল পুলিশের ডিয়েগো সেরাল স্প্যানিশ টিভি চ্যানেল আরটিইকে বলেন, ১৫ জনের হদিস এখনো মিলছে না। এর আগে তিনি বলেন, যথেষ্ট পরিমাণে অবকাঠামোগত ক্ষতিতে নাইটক্লাবটি ভেঙে পড়েছে।
সূত্র : বিবিসি।